সবাই ঘুমিয়ে । আর একটা রাত
জ্বলন্ত সিগেরেটের মতো শেষ হচ্ছে
অন্ধকার ঢেউ অনুভবহীন নিস্পন্দ
মিটমিট তারকা অস্পষ্ট
সামনে ও পেছনে ডাকছে পেঁচা ;
বৃষ্টির শব্দ ছাদ আটকে দেয়
মেঘের ঘ্রাণ ঘরে ঢুকে
হয়তো তোমার ভেতরটা খাঁ খাঁ করলে
মনের ফ্রিকোয়েন্সি নেড়ি কুকুরের মতো
ধাওয়া করে কামড়াতে আসে
তখন সমুদ্রের ঝড় সহজে টের পাই
আমার শূন্যতার একমাত্র প্রতিষেধক তুমি ।