ভাঙন
ভাঙা যায় নাকি শব্দশিশির
ভাঙা যায় নাকি রোদ
ভাঙা যায় নাকি বালির চড়ায়
প্রত্যয়ী দুটি ঠোঁট
ভেঙেও ভাঙেনা প্রোফাইলে থাকা
স্পর্শ্বকাতর মুখ
কি জানি কোথায় হারিয়ে ফেলেছি
একুশটা চেনা সুখ
ত্যাগী
পরিচিত বৃত্তের
বাইরে যখন আসি
মনে হয় আছি,ভালো আছি
জটিল কুটিল ভ্রুকুটি তো
চিরন্তন নয়
অজানার গহ্বর থেকে
মূর্ত হয়
নিস্পৃহ আকাঙ্খার
দূর্নিবার স্রোত
তাই জীবনের যা কিছু
না পাওয়ার দলে
তারা গৃহত্যাগীই থাক
আমিত্বের শ্রেষ্ঠ অহংকারে....