বার বার তুলার সংকটে
ফলহীন আমার শীর্ণগাছে
সুদৃশ্য ঝুলে ঝুলে থাকে
কোকুন সংসার
এই মথেরা যে শরীর চেনে
সেখানে কাকের শব্দে জাগে
মৃত সব গাছ
অযথা দিন ক্ষয়ে গেলে
মিথ্যে রাতের ডামাডোলে
তোমাকে খুঁজতে গিয়ে দেখি
হাঁসের পৃথিবী জুড়ে
শত শত কাক
শাদা যে আকাশ ছুঁয়ে ছুঁয়ে
নেমে আসো বিপন্ন ঘরের চালে
তোমাকে বলতে গিয়ে তুলার স্বপ্ন-গাঁথা
কৃষক হয়ে যায় ভূমিহীন দাস
একেকটি পায়রা হত্যা করে
অভূক্ত তোমার শরীরের পাশে
ভরপেট শকুন-আহ্লাদে
ভুলে যাই শিমুল ফুলের গান
এত সুন্দর পাখি ও ঋতু দিনে
তোমার ওখানে হালকা তুলারা উড়ে
আমার এখানে গাছের ডালে ডালে
কোকুন হয়ে ওঠে কাকের সংসার