ফেরেশ্তারা আসবেন...
এখন থেকে স্মৃতি হয়ে যাবো
মার্বেল চোখে আর বাঁধবেনা বাসা চাঁদগুলো
কালো কুয়াশায় উড়ে যাবে কাক, একা মাস্তুল ছুঁয়ে
ভোরের মসজিদে কেউ দিবে আজান বাতাসটা ফুঁড়ে
যতগুল হিসেবের খাতা, হিস্যে নেয়ার ফেরেশ্তারা আসবেন
আধাঁরের আবরনে, কাটবে পাতায় পাতায় দেখবে তুমি কি বলেছো আমি কি বলেছি, তারা কি বলেছে।
আমি গল্পের ভেতর, তুমি কবিতায়, তারা হয়তো উপন্যাসে
তুমি আমার, আমি তোমার, আমরা তাদের এরকম ছায়া ছায়া
মোজাইক, অসম্পুর্ন রক্তের বুনটে এখন জট বাঁধা কঠিন ধাঁধাঁ
জটিল জীনের পান্ডুলিপি নিয়ে বোধ করি ফেরেশ্তাদেরো হবে নাভিশ্বাস
তারা হয়তো বুঝেনি মানুষের মন তাদের কাছে হবে তেমন
যেমন ছিল তোমার মনটা আমার কাছে সারাটা জীবন।