ও কবিতা, আমার কবিতা
ফয়েজ কবির
আকাশ থেকে কি নেবো আজ
মেঘ পশলা? রংধনু সুর?
নাকি সে মন যে মন করে শুধু ঘুর ঘুর
আকাশে আজ তিমিরা খেলে কোনটা লাল, কোনটা সবুজ
কোনটা কেবল ফোঁটা ফোঁটা জল করে ছলছল
কোনটা আবার পরী চঞ্চল মেজাজী প্রবল
আকাশে আজ তিমিদের সাথে বড় বড় মাঠ
রঙিলা শাড়ীর আঁচল ধরে খেলে সেল ফোন
আঙ্গুলের ডগায় তারা হয় ফুল নিমিষে ছুটে
উল্কার মতো বেভুল নদীর গা বেয়ে বয়ে
আমি মনে হয় লাল পিঁপড়ে কৌশলী চোর
এসেছি নিতে তোমার মনের গোপন চাবিটা
তোমাকে আমার ভীষন দরকার কবিতা, ও কবিতা, আমার কবিতা!