প্রকৃতি তোমাকে নাচ আর গান দুইই শিখিয়েছিল
আপন খেয়ালে গাইতে যেন শিমুলের ডালে রাঙা বলবুলি
নাচতে তেমনি --যেন পাহাড়ি ঝর্ণার উছলা জল
তোমার গানে একদিন সুর মিলিয়েছিলেন দিল্লীর এক বাদশাহ
নাচের মূদ্রায় অঙ্গ ঢেলেছিলেন বঙ্গদেশী এক যুবরাজ
তুমি নাচলে আর নাচালে সেদিন! সেই হল নাচের শুরু---
নাচতে নাচতেই বাদশা একদিন পড়লেন সিংহাসন ভেঙ্গে
দিশেহারা যুবরাজ ঘোরের ভিতরে হলেন অন্ধকূপে দেশলাই
আজো তিনি জ্বলেন প্রতিটা পূর্ণিমায় ভিজে ভিজে।