যেন এক বৃদ্ধ নিজের মুখ থেকে একটি করে শব্দ বার করে
সামনের এক রংচঙে দেয়ালে ছুঁড়ে মারছেন
শব্দগুলি শানানো চাকুর মত গিয়ে গেঁথে যাচ্ছে সেই দেয়ালে
যখন শব্দ ছোঁড়া সাঙ্গ হল,
দেখি সেই রংচঙে দেয়াল আর শব্দ গুলি মিলেমিশে একটি ছবি সৃষ্টি করেছে
সেই ছবিটি কিসের সেটি স্পষ্ট নয়,
তবে যাই হোক, সেটি দেখাচ্ছে বেশ মজাদার
বারবার এই ছবিটিই এসে মন জুড়ে বসছে
না জানিয়ে পারলাম না
পুনঃ – আমাদের বংশে প্রত্যেক প্রজন্মে একটি করে পাগল জন্ম নিয়েছে
আমার প্রজন্মের পাগলটি কে তা এখনও শনাক্ত করা যায়নি