কেমন পোশাকে তুমি ঢেকে ফেলো আদিম তোমাকে--
বলাকা বীরকে চায়, বীর গেঁথে ফেলেছে সোমাকে
সোমার কিশোরীবেলা ধোঁয়াধোঁয়া, স্মৃতির কুমার
কুমারের গান বাজে বেতারে, তা কানে নিয়ে বৃষ্টি রুমার--
পোশাকে ঢাকছ, সে কি নগ্নতা? দেহের আকার?
ছিঁড়ে না ফেললে বলো--হলনা এ প্রকৃত মিলন
আসলে ভেজাই ভবি, মাথা ঢেকে কিসের শীলন?
পারলে পাতায় ঢাকো--স্বকীয় যা---আপন শাখার
বীরের ঘরনী সোমা, দেখা হওয়া রুমা ও কুমারে
বিধাতা চাননি, তবু ঘর বাড়ে আদমশুমারে
মিলন পূর্ণ হয়, চাওয়াপাওয়া বলাকার মতো
অলীক হাওয়াতে ওড়ে
বেতারে বাজতে থাকে---গায়কের গলা কার মতো?