সে সমস্তই যেন শীতকালে ভোরের শিশিরমাখা ঘাসে
খালি পায়ে হেঁটে যাওয়া সুখ। আলতো মাটির কাছে
আর যা যা রেখে আসা যায় – আমাদের মগের মুলুক
শিকড়বাকড়, ভাঙা ডাল, পাতার হলুদ গাঢ় রঙ, চিরকুট
লাল মেঝে, জানলার শিক, রাস্তা পেরিয়ে টানা ছুট
আদানপ্রদান, লেনদেন। বারোর একের বি হরিপাল লেন –
সরু সিঁড়ি, কত ভুলচুক।
সে সব এখনো যেন শীতকালে ভোরের শিশিরমাখা ঘাসে
খালি পায়ে হাঁটবার সুখ।