কোন কোন দিন এমন উজ্জ্বল নীলার মতো
রৌদ্রেরা আসে
আমাদের বিষন্ন চেতনার মাঝে
হাতছানি দিয়ে যায় ঝড়ের মাতন
ঘাসবনে ভেসে আসে বকুলের ঘ্রান
স্মৃতিময় জেগে উঠা রনাঙ্গনের স্মৃতি
কেশর দোলানো কিশোর বল্গা হরিন
মা আমি যুদ্ধে যাবো – মহাকাব্যের পালা।
মাঝে মাঝে চৈতী হাওয়ার মতো
সাঁই সাঁই স্মৃতিগুলো ছুটে যায় এপাশ ওপাশ
শামুকের চোখ নিয়ে চেয়ে থাকে ইচ্ছেরা সব
আঙ্গিনায় কুরে কুরে ঘুরে যায় দুখের মিছিল
স্বাধীনতা হে আমার বিদ্রোহী বিভা
মুক্ত করো হে তোমার পঙ্গু মনন
আকাশে উড়াও তোমার বন্দী পালখ
সোনার খাঁচায় পোষা বিলাসী শালিখ।
রৌদ্রেরা আসে
আমাদের বিষন্ন চেতনার মাঝে
হাতছানি দিয়ে যায় ঝড়ের মাতন
ঘাসবনে ভেসে আসে বকুলের ঘ্রান
স্মৃতিময় জেগে উঠা রনাঙ্গনের স্মৃতি
কেশর দোলানো কিশোর বল্গা হরিন
মা আমি যুদ্ধে যাবো – মহাকাব্যের পালা।
মাঝে মাঝে চৈতী হাওয়ার মতো
সাঁই সাঁই স্মৃতিগুলো ছুটে যায় এপাশ ওপাশ
শামুকের চোখ নিয়ে চেয়ে থাকে ইচ্ছেরা সব
আঙ্গিনায় কুরে কুরে ঘুরে যায় দুখের মিছিল
স্বাধীনতা হে আমার বিদ্রোহী বিভা
মুক্ত করো হে তোমার পঙ্গু মনন
আকাশে উড়াও তোমার বন্দী পালখ
সোনার খাঁচায় পোষা বিলাসী শালিখ।
0 কমেন্ট:
Post a Comment
@123kobita: