আজকাল চাঁদ, জোত্স্না
ঘৃন্য বাস্তবের পর্দায়
ঢেকে দেয় শব;
গেলাসে গেলাসে
মেকি সভ্যতার
নেকু উত্সব
ম্যাগমার মতো ঝরে...
তবু শ্মশানের চিতা ভেঙে নাভি
আঁচলের খুঁটে রাখা
প্রেম দাবি করে ||
ঘৃন্য বাস্তবের পর্দায়
ঢেকে দেয় শব;
গেলাসে গেলাসে
মেকি সভ্যতার
নেকু উত্সব
ম্যাগমার মতো ঝরে...
তবু শ্মশানের চিতা ভেঙে নাভি
আঁচলের খুঁটে রাখা
প্রেম দাবি করে ||
0 কমেন্ট:
Post a Comment
@123kobita: