সকাল থেকেই মনটা ভাল নেই
মাঝে মাঝেই এমনি হয়
শীততাপ নিয়ন্ত্রিত কামরায় বসে বসে কাজ
পাঁচতারা ইমারতের জন্য অন্তরশজ্জা’র নক্সা প্রস্তুত করা
পুরু কাঁচের টেবিলে রাখা চিকণ-শুভ্র গণকযন্ত্র
যার গায়ে, এঁটো ফলের শিলমোহর, তাতে হাল্কা আভা
সাথে, সংক্ষিপ্ত বসনা চিকণ-শুভ্রা এঁটো সহকর্মীনী, তার আভা যদিও উজ্জ্বল
না চাইতেই সময়ে সময়ে এসে যায় শীতল পানীয় বা উষ্ণ স্পর্শ
আছে বোস’বাবুর কারখানায় তৈরি মধুর স্বর-প্রেক্ষণ যন্ত্র
আরও সব নানান মনরঞ্জনের উপকরণ, এদিক সেদিকে ছড়ান ছেটান
তবু, মন ভাল থাকেনা মাঝে মাঝেই
তুমি বল –
এই ‘অতৃপ্তি’ আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে
ওপরে উঠতে উঠতে একদিন আমি
এসব ছেড়ে নিজের ব্যাবসায় নেমে পড়ব
আমি শুনি, কিন্তু খটকা লাগে
মানুষ ব্যাবসায় সবসময়ই কেন কেবল ‘নামে’?
সেকি এমনই অধঃপতন, যেখান থেকে ওঠার প্রশ্ন অবান্তর?
যদি একান্তই নামতে হয়, আরও ওপরে ওঠা তবে কিসের আকর্ষণে?
কারনানী ম্যানসনের অনীমা খিলখিলিয়ে বলে -
আমার নাকি মনের তলায় ফুটো, তাই মন আর ভরে না
শুনি আর হাসি
মন খারাপের যন্ত্রণা প্রশমিত হয়, আদিম বোঝাপড়ার ক্ষণিক তাপে
মাঝে মাঝেই এমনি হয়
শীততাপ নিয়ন্ত্রিত কামরায় বসে বসে কাজ
পাঁচতারা ইমারতের জন্য অন্তরশজ্জা’র নক্সা প্রস্তুত করা
পুরু কাঁচের টেবিলে রাখা চিকণ-শুভ্র গণকযন্ত্র
যার গায়ে, এঁটো ফলের শিলমোহর, তাতে হাল্কা আভা
সাথে, সংক্ষিপ্ত বসনা চিকণ-শুভ্রা এঁটো সহকর্মীনী, তার আভা যদিও উজ্জ্বল
না চাইতেই সময়ে সময়ে এসে যায় শীতল পানীয় বা উষ্ণ স্পর্শ
আছে বোস’বাবুর কারখানায় তৈরি মধুর স্বর-প্রেক্ষণ যন্ত্র
আরও সব নানান মনরঞ্জনের উপকরণ, এদিক সেদিকে ছড়ান ছেটান
তবু, মন ভাল থাকেনা মাঝে মাঝেই
তুমি বল –
এই ‘অতৃপ্তি’ আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে
ওপরে উঠতে উঠতে একদিন আমি
এসব ছেড়ে নিজের ব্যাবসায় নেমে পড়ব
আমি শুনি, কিন্তু খটকা লাগে
মানুষ ব্যাবসায় সবসময়ই কেন কেবল ‘নামে’?
সেকি এমনই অধঃপতন, যেখান থেকে ওঠার প্রশ্ন অবান্তর?
যদি একান্তই নামতে হয়, আরও ওপরে ওঠা তবে কিসের আকর্ষণে?
কারনানী ম্যানসনের অনীমা খিলখিলিয়ে বলে -
আমার নাকি মনের তলায় ফুটো, তাই মন আর ভরে না
শুনি আর হাসি
মন খারাপের যন্ত্রণা প্রশমিত হয়, আদিম বোঝাপড়ার ক্ষণিক তাপে
0 কমেন্ট:
Post a Comment
@123kobita: