এ কেমন খুনসূটি
চা দেয়ার ছলে হাতটা তো দিলে পুড়িয়ে
না হয় পুড়ুক হাত বুকটাতো রয়ে গেলো অক্ষয়
বুকের ভেতরে সেই মৌচাক একঝাঁক পোষা মৌমাছি
ধূপদানী দিয়েছো মৌচাকে এবার ছুঁয়ে দিলে হাত
এই হাত তারপর তুলে নিলো তুলি
মনের মানুষটি এখন মনের ছবিটি আঁকে
ছবির সীমানা ছাড়িয়ে মাটির গন্ধ খুঁজে।
না হয় পুড়ুক হাত মনটাতো আছে
পটুয়া মনের খুঁজে এসো তালপুকুরের পাড়ে
একদিন বেখেয়ালে দেখা হয়ে যাক
সানকিতে এঁকে দেবো চম্পাবতীর পালা
পান্তাভাতের সাথে হবে রুপচান্দার সালুন
পেড়ার সন্দেশ আর মালাই দেয়া চা
সবশেষে ঠোঁট লাল
একখিলি পান।
0 কমেন্ট:
Post a Comment
@123kobita: