মায়া জমে জমে
ফেটে যাবার একটু বাকি তোমার মুখ
ওপাশে আমি যে অস্থির
ভেঙে দেব নাকি কাঁচ!
থাক, যদি কেটে যায় তোমার
বিন্দু বিন্দু ঘামফোটা নাক!
তোমাকে দেখে দেখে
মায়া করতে না পারার যে স্পন্দন
হৃদয়ে আমার প্রতিধ্বনিত হবে
তা দিয়ে একটা বাসা বানিয়ে দেব
তোমার জন্যে।
আপাতত আমার বুকে
তোমার একটা বাসা প্রয়োজন।
ফেটে যাবার একটু বাকি তোমার মুখ
ওপাশে আমি যে অস্থির
ভেঙে দেব নাকি কাঁচ!
থাক, যদি কেটে যায় তোমার
বিন্দু বিন্দু ঘামফোটা নাক!
তোমাকে দেখে দেখে
মায়া করতে না পারার যে স্পন্দন
হৃদয়ে আমার প্রতিধ্বনিত হবে
তা দিয়ে একটা বাসা বানিয়ে দেব
তোমার জন্যে।
আপাতত আমার বুকে
তোমার একটা বাসা প্রয়োজন।
0 কমেন্ট:
Post a Comment
@123kobita: