নিজস্ব কিছু আর সরল থাকছে না
সেদিনও পুকুরে পাঁতিহাসের ঝাঁক
ভয়হীন দাপিয়ে বেড়াত চারপাশ
প্রিয় পানকৌড়িটা আসত মাছ খেতে
শেওলা পুরোনো ভাসমান তকতায়
রোদ পুহাইত সুপরিচিত কচ্ছপ ।
মেয়েদের গন্ধে-গল্পে-হাসি-ঠিসারায়
পুকুরের ভাঙা ঘাট চঞ্চল থাকত
মগজে - ভূগোলে
কি যে হয়
কি যে হবে...
সবখানে ভোগের ইতস্তত তরঙ্গ
মূল্যবোধের যক্ষ্মায় নগরায়নের
সাদা চামড়া বুদ্ধিজট, পুঁজজীবাণু
সবকিছু ধ্বংসের মতো শেষ করছে ।
সেদিনও পুকুরে পাঁতিহাসের ঝাঁক
ভয়হীন দাপিয়ে বেড়াত চারপাশ
প্রিয় পানকৌড়িটা আসত মাছ খেতে
শেওলা পুরোনো ভাসমান তকতায়
রোদ পুহাইত সুপরিচিত কচ্ছপ ।
মেয়েদের গন্ধে-গল্পে-হাসি-ঠিসারায়
পুকুরের ভাঙা ঘাট চঞ্চল থাকত
মগজে - ভূগোলে
কি যে হয়
কি যে হবে...
সবখানে ভোগের ইতস্তত তরঙ্গ
মূল্যবোধের যক্ষ্মায় নগরায়নের
সাদা চামড়া বুদ্ধিজট, পুঁজজীবাণু
সবকিছু ধ্বংসের মতো শেষ করছে ।
0 কমেন্ট:
Post a Comment
@123kobita: