সফেদ হয়ে আসবো
কেউ আমাকে চিনবে না
গোসল সেড়ে আসবো
কেউ আমাকে ঘাটাবে না
পানিতে ওজু করে নেব
আবারো ভাল মানুষ
তাবৎ নষ্ট বীজ ও বীজাণু,
ফসল ও ফসিলের অণু পরমাণু
সোনা রুপায় ধুয়ে নেব
এতেই ঢের পবিত্র হবো
এ ভাবে সফেদ হবো বারবার
যত বার সাধ হয়
কেউ আমাকে জানবে না
কেবল একজন ছাড়া
কেউ আমাকে চিনবে না
গোসল সেড়ে আসবো
কেউ আমাকে ঘাটাবে না
পানিতে ওজু করে নেব
আবারো ভাল মানুষ
তাবৎ নষ্ট বীজ ও বীজাণু,
ফসল ও ফসিলের অণু পরমাণু
সোনা রুপায় ধুয়ে নেব
এতেই ঢের পবিত্র হবো
এ ভাবে সফেদ হবো বারবার
যত বার সাধ হয়
কেউ আমাকে জানবে না
কেবল একজন ছাড়া
0 কমেন্ট:
Post a Comment
@123kobita: