অল্প কথার গল্প ছলে
আধখানা ঠোঁট হেসে বসবে কাছে এসে,
মুখ লুকিয়ে গ্রীবার নীচে বলবে তুমি স্যরী!
ঠিক আছে সোনা –
মলিন হেসে আমার শান্তনা!
‘না, ঠিক নেই’ বলে –
অস্থিঃপাঁজায় মুখ লুকিয়ে
স্টেথোর মত কান চাপিয়ে
শুনবে হাঁপড় উঠে-নামে
বলবে আবার ‘আমায় করো ক্ষমা’ –
অধোবদন মলিন ব্যসন
ভাষাহীনার প্রিয় ভাষন;
কোড়ক মাঝে গুটিয়ে যাওয়া কলি!
মুক স্থবির মৌনবীনা অনড় অটল পাতা দু’টি
নীরবতার আগল তুলেই প্রকৃতিকে কইবে কথা
আপন ঠিশারায়
উদ্বাহু টান রাঙা অধর মনান্তরের ভাষা...
প্রকৃতি ঠিক বুঝে নিবে মনের সকল কথা!
আধখানা ঠোঁট হেসে বসবে কাছে এসে,
মুখ লুকিয়ে গ্রীবার নীচে বলবে তুমি স্যরী!
ঠিক আছে সোনা –
মলিন হেসে আমার শান্তনা!
‘না, ঠিক নেই’ বলে –
অস্থিঃপাঁজায় মুখ লুকিয়ে
স্টেথোর মত কান চাপিয়ে
শুনবে হাঁপড় উঠে-নামে
বলবে আবার ‘আমায় করো ক্ষমা’ –
অধোবদন মলিন ব্যসন
ভাষাহীনার প্রিয় ভাষন;
কোড়ক মাঝে গুটিয়ে যাওয়া কলি!
মুক স্থবির মৌনবীনা অনড় অটল পাতা দু’টি
নীরবতার আগল তুলেই প্রকৃতিকে কইবে কথা
আপন ঠিশারায়
উদ্বাহু টান রাঙা অধর মনান্তরের ভাষা...
প্রকৃতি ঠিক বুঝে নিবে মনের সকল কথা!
0 কমেন্ট:
Post a Comment
@123kobita: