বন্ধুদের ই এই আসরে আজকেই যে শেষবার,
কালকে থেকে তোদের মাঝে রইব না রে আর...
চলে যাব আনেক দুরে,
যদি দেখিস পিছন ফিরে,
দেখতে পাবি তোদের মনে,
লুকিয়ে আছি ছোট্ট কোনে,
হয়ে একটু মিষ্টি হাসি,
মনের মাঝের একটু খুশি,
কাখনো বা আসবো হয়ে চোখের কোনের জল,
সেদিন আমায় কে চিনবি, বল রে তোরা বল....।
কালকে থেকে তোদের মাঝে রইব না রে আর...
চলে যাব আনেক দুরে,
যদি দেখিস পিছন ফিরে,
দেখতে পাবি তোদের মনে,
লুকিয়ে আছি ছোট্ট কোনে,
হয়ে একটু মিষ্টি হাসি,
মনের মাঝের একটু খুশি,
কাখনো বা আসবো হয়ে চোখের কোনের জল,
সেদিন আমায় কে চিনবি, বল রে তোরা বল....।
0 কমেন্ট:
Post a Comment
@123kobita: