তোমাদের প্রয়োজনে পথ হেটেছি.
আকাশ শহরের বৃষ্টির মন্তাজ
অনেক চোখের কোলাজ ....বুকে সেঁটে .
প্রত্যেকের একটা নিজস্ব পাঠচক্র আছে, তোমাদের
ডিগনিটি আছে .....সাফল্যের পূর্ব নির্ধারিত সঙ্গা আছে.
এসবের বাইরে দিয়ে পথ হেটেছি তোমাদের প্রয়োজনে
অপ্রয়োজনেও. গভীর ভোর কাবুলিয়ালার মতো পিছে পিছে ফেরে,
অনেক মুখের কোলাজ দাবি করে "ঋণ শোধ হয় নাই".
সাধুজন নই, বকের মতো একাগ্র ধার্মিক নই, পাথরের মতো আত্মমগ্ন
বা বালির মতন সন্চারনশীল নই....কাঁকড়ার মতন জঙ্গম, যদিও
এলোমেলো পথ হাটি. জেব্রা ও জেব্রা ক্রসিং একাকার হয়ে যায়
অলিক শহরে.তোমাদের প্রয়োজনে পথ হাটি, অপ্রয়োজনেও.
কোনো ঋণ শোধ হবে না আর.
শুধু এটুকু প্রতক্ষ করতে পারো স্থবিরতায়,
আমার ভ্রমনশীলতা ঠিক তোমাদের বিপরীত
এটুকু আত্মপ্রসাদ দিতে তোমাদের...তোমাদেরই প্রয়োজনে
অথবা অহেতুক পথে পথে হাটি.
আকাশ শহরের বৃষ্টির মন্তাজ
অনেক চোখের কোলাজ ....বুকে সেঁটে .
প্রত্যেকের একটা নিজস্ব পাঠচক্র আছে, তোমাদের
ডিগনিটি আছে .....সাফল্যের পূর্ব নির্ধারিত সঙ্গা আছে.
এসবের বাইরে দিয়ে পথ হেটেছি তোমাদের প্রয়োজনে
অপ্রয়োজনেও. গভীর ভোর কাবুলিয়ালার মতো পিছে পিছে ফেরে,
অনেক মুখের কোলাজ দাবি করে "ঋণ শোধ হয় নাই".
সাধুজন নই, বকের মতো একাগ্র ধার্মিক নই, পাথরের মতো আত্মমগ্ন
বা বালির মতন সন্চারনশীল নই....কাঁকড়ার মতন জঙ্গম, যদিও
এলোমেলো পথ হাটি. জেব্রা ও জেব্রা ক্রসিং একাকার হয়ে যায়
অলিক শহরে.তোমাদের প্রয়োজনে পথ হাটি, অপ্রয়োজনেও.
কোনো ঋণ শোধ হবে না আর.
শুধু এটুকু প্রতক্ষ করতে পারো স্থবিরতায়,
আমার ভ্রমনশীলতা ঠিক তোমাদের বিপরীত
এটুকু আত্মপ্রসাদ দিতে তোমাদের...তোমাদেরই প্রয়োজনে
অথবা অহেতুক পথে পথে হাটি.
0 কমেন্ট:
Post a Comment
@123kobita: