করতল ছোঁয়া লতার পাতার ছবি যে আঁকব
প্রগলভতার লোভে আর ক্ষোভে, কে যে কাকে ছোঁবে
বুঝতে পারিনি, বেলা বয়ে গেল
এমন দিনের যোগ্য রাতকে আর কি কি দেবো?
আর কি কি দিলে বিষণ্ণতার ডাকনাম ধরে তাকে ডাকা যায়?
চেনা রাস্তায় কতবার যেন এভাবে আমরা এই কোণ থেকে
অন্য কোণের সওয়ারী করেছি, কতবার যেন নিয়নরাত্রি পিছলে গিয়েছে
মাতাল মাতাল
হরতাল আজ হৃদয়ে হৃদয়ে দেওয়ালের গায়ে দাবীদাওয়া হয়ে
লাল অক্ষরে, কালো অক্ষরে ঠাসবুনোটের কথকতা আরো কত কথা
বলা হয়ে গেলে তবে আকাশের রঙ বিষাক্ত নীল, বলে দিয়ে যাও
আর কি কি দেবে এমন দিনের যোগ্য রাতকে?
মাথা রাখা যায় এতটা চওড়া মানুষের কাঁধ, ভরসা লিখেছে এমন হাতকে
কি বা দিতে পারো?
কোনদিন যাকে ধোবে না বৃষ্টি এতখানি গাঢ় ক্ষতচিহ্নের চারপাশে
আজ শ্বাসরোধ করা ধূলো উড়ে যায়, শাদা তুলো ওড়ে
আর কি কি দিলে বিষণ্ণতাকে ডাকা যায় তার ডাকনাম ধরে?
প্রগলভতার লোভে আর ক্ষোভে, কে যে কাকে ছোঁবে
বুঝতে পারিনি, বেলা বয়ে গেল
এমন দিনের যোগ্য রাতকে আর কি কি দেবো?
আর কি কি দিলে বিষণ্ণতার ডাকনাম ধরে তাকে ডাকা যায়?
চেনা রাস্তায় কতবার যেন এভাবে আমরা এই কোণ থেকে
অন্য কোণের সওয়ারী করেছি, কতবার যেন নিয়নরাত্রি পিছলে গিয়েছে
মাতাল মাতাল
হরতাল আজ হৃদয়ে হৃদয়ে দেওয়ালের গায়ে দাবীদাওয়া হয়ে
লাল অক্ষরে, কালো অক্ষরে ঠাসবুনোটের কথকতা আরো কত কথা
বলা হয়ে গেলে তবে আকাশের রঙ বিষাক্ত নীল, বলে দিয়ে যাও
আর কি কি দেবে এমন দিনের যোগ্য রাতকে?
মাথা রাখা যায় এতটা চওড়া মানুষের কাঁধ, ভরসা লিখেছে এমন হাতকে
কি বা দিতে পারো?
কোনদিন যাকে ধোবে না বৃষ্টি এতখানি গাঢ় ক্ষতচিহ্নের চারপাশে
আজ শ্বাসরোধ করা ধূলো উড়ে যায়, শাদা তুলো ওড়ে
আর কি কি দিলে বিষণ্ণতাকে ডাকা যায় তার ডাকনাম ধরে?
0 কমেন্ট:
Post a Comment
@123kobita: