অশান্তি জানলাজোড়া সিল্যুয়েট, ছেঁড়াখোঁড়া সুকুন,
শীতের চাদরমাস, আয়নাপ্রবণ আজনবি,
'শেষ কাজ', 'কাজ শেষের' পার্থক্যটুকু,
অনুভব করেছি, তবে আঁকা যায়নি যে রকম ছবি
কালো গাছ, তার পাশে শব্দভারে মজে যাওয়া পুকুর
সেখানে দাঁড়িয়ে থেকে আজীবন, অদ্ভুত অগভীর!
লক্ষ লক্ষ উপন্যাস বুকে চেপে মরে যাচ্ছে কবি ...
0 কমেন্ট:
Post a Comment
@123kobita: