মুখ দিয়ে জল পান করতে হয় না
চোখের কোটরে ঢাললেই
পেট বরাবর পৌছে যায়,
ঢোক গিলার ঝামেলা নেই ।
জল বাষ্প হয় বলে
আপাতত মাঝখানের অঙ্গটার
প্রয়োজন অনেকটা অব্যহৃত ।
পুতুলের বিয়ে ভেঙে যায়
জমাট কান্না লুকিয়ে থাকে বাতাসে
মানুষের কান্নায় ক ' গ্যালন রক্ত
জলে রূপান্তরিত হয় :
অক্ষমতার বর্ণনা আয়নার পৃষ্ঠায়
পাঁজরের বয়স বাড়িয়ে দিয়ে
আর একটা রাত ধ্বংস করে ।
0 কমেন্ট:
Post a Comment
@123kobita: