তার স্বপ্ন বলতে ডায়াস্পোরার মত
স্পাইরাল মানুষের সারি
এত লোক হাঁটছে -- কারোর মধ্যে
কোনও সিগন্যালিং নেই -- অথচ অদ্ভুত সব
প্যাটার্ন তৈরী হচ্ছে
স্বপ্নে আবহ সঙ্গীত থাকে না
কেবল নৈঃশব্দ আর ঝিঁঝিঁপোকার ডাক মিশিয়ে দেওয়া
এটাকেই "ওয়াইট নয়েস" বলে
কিন্তু তার রঙ শাদা নয়, তীব্র ধূসর
সারিবদ্ধ মানুষের থেকে সে কত দূরে আছে
তার জানা নেই, কিন্তু সেই স্পাইরাল উদ্দেশ্য করে
মন্ত্রমুগ্ধের মত ঘুমের মধ্যে এই হেঁটে যাওয়া
তীব্র আকর্ষক ।
সব ঘুম এক সময় ডায়াস্পোরার মধ্যে
ঠিকই নিয়ে যায়
হাজার হাজার মৌন মিছিলের মধ্যে
কী দুরন্ত প্যাটার্ন! আর তুমিও সিগন্যাল ছাড়াই তো বেশ ভালো!
নাহ । সিগন্যাল রয়েছে, সবাই কী যেন একটা বিড়বিড় করছে এক সাথে
ওহ! এই সেই তীব্র ধূসর
"ফেরিয়ার ফেরিয়ার ফেরিয়ার ফেরিয়ার ..."
ফিরবার কথা এরা জানে
অন্ত্যমিল-এর দ্বন্দ্বটিও ...
স্পাইরাল মানুষের সারি
এত লোক হাঁটছে -- কারোর মধ্যে
কোনও সিগন্যালিং নেই -- অথচ অদ্ভুত সব
প্যাটার্ন তৈরী হচ্ছে
স্বপ্নে আবহ সঙ্গীত থাকে না
কেবল নৈঃশব্দ আর ঝিঁঝিঁপোকার ডাক মিশিয়ে দেওয়া
এটাকেই "ওয়াইট নয়েস" বলে
কিন্তু তার রঙ শাদা নয়, তীব্র ধূসর
সারিবদ্ধ মানুষের থেকে সে কত দূরে আছে
তার জানা নেই, কিন্তু সেই স্পাইরাল উদ্দেশ্য করে
মন্ত্রমুগ্ধের মত ঘুমের মধ্যে এই হেঁটে যাওয়া
তীব্র আকর্ষক ।
সব ঘুম এক সময় ডায়াস্পোরার মধ্যে
ঠিকই নিয়ে যায়
হাজার হাজার মৌন মিছিলের মধ্যে
কী দুরন্ত প্যাটার্ন! আর তুমিও সিগন্যাল ছাড়াই তো বেশ ভালো!
নাহ । সিগন্যাল রয়েছে, সবাই কী যেন একটা বিড়বিড় করছে এক সাথে
ওহ! এই সেই তীব্র ধূসর
"ফেরিয়ার ফেরিয়ার ফেরিয়ার ফেরিয়ার ..."
ফিরবার কথা এরা জানে
অন্ত্যমিল-এর দ্বন্দ্বটিও ...
0 কমেন্ট:
Post a Comment
@123kobita: