যখন যাবেই তুমি এইবার পুরোপুরি যাও
প্রশস্ত দরজা খোলা চারিপাশ প্রহরীবিহীন
ঝর্ণার জলের দিকে যে হরিণী মুখ রেখে শুত
তাকেও দেখেছি আমি শেষ হ’লে সিক্ততার দিন

অরণ্যে গভীরে যেতে। তার ঘন পদচ্ছাপ ভাসে
নরম কাদার গর্তে- দূর থেকে হেমন্তের ফুল
ঝরার সুবাস আসে। এই ঝরা কত সাবলীল
ঋতুর রিক্ত গাছ তার দৃশ্য নিয়ে নির্ভুল

সুঠাম দাঁড়িয়ে থাকে। যাবে যদি পরিপূর্ণ যাও
নদীর বিরুদ্ধ জল যেমন খর্ব করে বাঁধ
সে যাওয়ার মত নয়, নয় কোনো গুমোট হাওয়াও
সংকোচে লঘুতা বাড়ে- আমি খুঁজি তোমার অগাধ।