আমি দেখলাম তোমাকে---
তোমার হাতে অনেক সুতোর টানায় হাজারো পুতুল বাঁধা
তুমি চুন খাবার ভঙ্গীতে একটা পুতুল দাঁতে কাটলে
মিষ্টি রসে মুখ ভরে উঠতে না উঠতেই
প্রয়োজন হলো নতুন পান সাজাবার
তোমার পিকদানী হয়ে উঠেছে পুতুলদের শ্বশ্মানঘাট।

দেখো, দেখো পুতুলনাচ দেখো
রানীটার হাতে পাখা
মিটমিটে চোখে মাথা ঘুরিয়ে ফ্রক তুলে নাচছে
ওর উরু বেয়ে নামছে রক্তিম ঋতুধারা
এখনো ওর মাঝে আছে দারুন সম্ভাবনা
এখনো সে জন্ম দিতে পারে আরেক পুতুলনাচের আসর।

দেখো, ঐ পুতুলটার কোলে আরেকটা পুতুল
তুমি দু’জনের মুখ থেকে চুল সরিয়ে দাও, চুল সরিয়ে দাও
চেটে নাও ওদের ঘাম, ক্লান্তি আর রতিবাসনা
যদি দেখায় কোনো অহমিকা
সুতো ধরে শুধু দিও একটা হ্যাঁচকা টান
তুমি তো জানো, এইসব পান আর চুন সবই তোমার আঙ্গুলের খেলা।