ভুল নিয়ে ব্যাপক গবেষণা করছি
তাই ভুলটা শুধরে নিতে শিখে গেছি
প্রত্যেকটা কাজেরই থাকে দুটো দিক
একটা ভুল আরেকটা ঠিক ।
ভুলের দিকে পা বাড়ালেই
অথবা পথে যেতে ভুল বেরিয়ে এলেই
থেমে, আবার পিছু হাঁটা
পুনরায় শূন্যে ফিরে আসা
তারপর আবার শুরু হয় চলা
এবার সঠিক দিকে নিশ্চিন্তে পা ফেলা
এভাবেই ভুলের অভিজ্ঞতাগুলোও
কাজে লেগে যায় ঠিকঠাক ...
জানি ... শিখে ঠকার চেয়ে
ঠকে শেখাই বুদ্ধিমানের কাজ ।।

[ বহুদিন আগে কবিতাটা লেখা । একদিকে পড়েছিল । দিয়ে দিলাম ... জানিনা কেমন লাগবে আপনাদের ... মতামত জানাবেন ]