অমিত কুমার মাঝি
ছড়ানো-ছিটানো কাঠ-বাঁশ-লাঠি,
আর খড় বা টিনের আয়তকার জিনিস।
দড়ি-দড়া বা পেরেক আছে তাতে।
এদিকে-ওদিকে ছড়ানো-ছিটানো মৃতদেহ,
গন্ধ বের হচ্ছে না… খুব ছোট্ট ছেলে
তার মধ্যে হাত-পা ছুঁড়ছে… এক দল
কুকুর এসে তাকে ভাগাভাগি করে নিল।
অলিতে-গলিতে ছেঁড়া কাটা রমণীর লাশ,
বাসি নয়, টাটকা… কিছু দূরেই গাড়ির শব্দ–
পুলিশ আসার… জনতার চিৎকার শোনা যাচ্ছে।
মাঝেমাঝেই মিছিল-মিটিং-গাড়ির ছোটাছুটি…
আর রক্তপাত।
‘নতুন শক্তিশালী জাতি গড়ব’ – শুনছি মাঝেমাঝেই।
ভাবলাম, এসবের পরিবর্তন করতেই হবে।
রক্ত আমার গরম হয়েছে, চুলগুলো খাড়া।
এগোতে গিয়ে দেখি বিছানা থেকে উঠছি… ও, স্বপ্ন।
কিন্তু বাতাস বইছে বাইরে।
আর খড় বা টিনের আয়তকার জিনিস।
দড়ি-দড়া বা পেরেক আছে তাতে।
এদিকে-ওদিকে ছড়ানো-ছিটানো মৃতদেহ,
গন্ধ বের হচ্ছে না… খুব ছোট্ট ছেলে
তার মধ্যে হাত-পা ছুঁড়ছে… এক দল
কুকুর এসে তাকে ভাগাভাগি করে নিল।
অলিতে-গলিতে ছেঁড়া কাটা রমণীর লাশ,
বাসি নয়, টাটকা… কিছু দূরেই গাড়ির শব্দ–
পুলিশ আসার… জনতার চিৎকার শোনা যাচ্ছে।
মাঝেমাঝেই মিছিল-মিটিং-গাড়ির ছোটাছুটি…
আর রক্তপাত।
‘নতুন শক্তিশালী জাতি গড়ব’ – শুনছি মাঝেমাঝেই।
ভাবলাম, এসবের পরিবর্তন করতেই হবে।
রক্ত আমার গরম হয়েছে, চুলগুলো খাড়া।
এগোতে গিয়ে দেখি বিছানা থেকে উঠছি… ও, স্বপ্ন।
কিন্তু বাতাস বইছে বাইরে।
0 কমেন্ট:
Post a Comment
@123kobita: