বিয়ের পরে সাহেদ ও শায়লার দিন ভালই কাটচিল । কিন্ত সাহেদ কিছুতেই তার পুরানো বান্ধবী রুমাকে ভুলতে পারেনি । সময় ও সুযোগ পেলেই সে গোপনে ছুটে যায় রুমার কাছে । রুমার জন্মদিনে সাহেদ বেশ দামী একটা লাল বেনারসী শাড়ি গিফট করে । মাস খানেক পরে ঠিক ঐ লাল বেনারসী শাড়িটা তার বউ শায়লার পরনে দেখে সাহেদ অবাক হয়। কিন্ত সাহস করে এ ব্যাপারে সে শায়লাকে কিছুই না বলে সাহেদ সরাসরি রুমার কাছে যেয়ে জানতে চায় -
- রুমা, তোমাকে যে শাড়িটি গিফট করেছিলাম সে শাড়িটি কোথায় ?
- শাড়িটি তো সুমন ভাই নিয়ে গেছে ।
- ও তুমি তাহলে সুমন ভাইয়ের সাথেও ইয়ে করো নাকি ?
- তুমি কি ভেবেছো শুধু তোমার সাথেই আমি ইয়ে করবো ?
- না,ঠিক আছে । তা সুমনভাই শাড়িটা কি করেছে জানো ?
- শুনেছি,শায়লা নামে তার এক বান্ধবীকে গিফট করেছে ।
0 কমেন্ট:
Post a Comment
@123kobita: