প্রেমিকা: আচ্ছা, তুমি যে আমাকে এত ভালোবাস , আমি তোমার ভালবাসায় সত্যিই অভিভূত । কিন্ত আমার ভয় হয় আমাদের বিয়ের পরে এই ভালবাসা বজায় থাকবে তো ?
প্রেমিক: আরে কি যে বলো ,ভালবাসা কি এতই ঠুনকো । তবে, বিয়ের পরে তোমার সাথে ভালবাসাবাসি করতে হলে তোমার স্বামীর অনুমতি লাগবে - বুঝলে ?
প্রেমিকা: ও তাহলে তুমি শুধু প্রেম করবে । আর বিয়ে করবে অন্য কেউ ?
প্রেমিক: একেবারে ঠিক বলেছো । কারন প্রেম আর বিয়ে কখনো একসাথে চলতে পারে না ।
0 কমেন্ট:
Post a Comment
@123kobita: