আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায় ---- এ কেমন সর্বনাশ!
যার জন্য আমার এই বসে থাকা ;
এ যে আমার নীরব প্রেম , এ আমার গোপন ভালবাসা |
তাই তো এই সর্বনাশকে জানাই আমন্ত্রণ
তুমি এসো প্রিয় , অন্ধকারে নয়, আলোয় এসে দেখা দাও
যে গভীর গোপন ভালবাসা তোমার অন্তরে লুকিয়ে আছে ,
তাকে গোপন কোরো না |
ব্যক্ত করো , ব্যক্ত করো , পূর্ণতা দাও
তোমার মনের গোপন ভালবাসা কে অভিনন্দন জানাও
মনের অতলের ভালোবাসাকে তিল তিল করে যে সঞ্চিত করে
সেই তো প্রকৃত ধনী
যন্ত্রনায় বিদ্ধ হওয়া দুটি মন যদি ভালবাসা চায়
তবে তোয়াক্কা কোরো না কারো
কারো ভ্রুকুটিতে ভয় পেও না
ধন্য হও, ধন্য হও আর ধন্য করো
ভেসে যাও এক অনাবিল ভালবাসারই স্রোতে ||
যার জন্য আমার এই বসে থাকা ;
এ যে আমার নীরব প্রেম , এ আমার গোপন ভালবাসা |
তাই তো এই সর্বনাশকে জানাই আমন্ত্রণ
তুমি এসো প্রিয় , অন্ধকারে নয়, আলোয় এসে দেখা দাও
যে গভীর গোপন ভালবাসা তোমার অন্তরে লুকিয়ে আছে ,
তাকে গোপন কোরো না |
ব্যক্ত করো , ব্যক্ত করো , পূর্ণতা দাও
তোমার মনের গোপন ভালবাসা কে অভিনন্দন জানাও
মনের অতলের ভালোবাসাকে তিল তিল করে যে সঞ্চিত করে
সেই তো প্রকৃত ধনী
যন্ত্রনায় বিদ্ধ হওয়া দুটি মন যদি ভালবাসা চায়
তবে তোয়াক্কা কোরো না কারো
কারো ভ্রুকুটিতে ভয় পেও না
ধন্য হও, ধন্য হও আর ধন্য করো
ভেসে যাও এক অনাবিল ভালবাসারই স্রোতে ||
3 কমেন্ট:
good1
খুব সুন্দর কবিতা, পড়ে ভালো লাগলো।
আমার ব্লগে আমন্ত্রণ রইলঃ http://monpakhee.blogspot.in/
Post a Comment
@123kobita: